প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১৬:১৫
বকেয়া বেতনের দাবিতে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শতাধিক হ্যাচারি শ্রমিকরা মুন্সিগঞ্জ-নীলডুমুর সড়ক অবরোধ করে সোমবার বিক্ষোভ করেন। পরে তাদের সরিয়ে দেয় র্যাব ও পুলিশ।এ ঘটনায় রাগান্বিত ও বিব্রত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। জানা গেছে, ফার্ম ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সেই ব্যক্তির ভুলেই দুই মাস ধরে বেতন পায়নি শ্রমিকরা।এ ব্যাপারে সাকিবের ব্যক্তিগত ম্যানেজার সোহান জানিয়েছেন, সাকিবের মালিকানাধীন ফার্মটির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন পাভেল। ডিসেম্বরের পর সাকিব সরাসরি তদারকিতে ছিলেন না, পাভেলই সার্বিক বিষয় দেখভাল করতেন। বিগত সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় অনেকটাই নির্ভর ছিলেন সাকিব।