বরিশালের হিজলা উপজেলা সদর টেকের বাজারের হাজী দেলোয়ার মার্কেটের দোতলায় নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়েছেন ইশরাত জাহান ইমা নামের এক গৃহবধূ। সে হিজলা উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেলোয়ার হোসেন(ধলু) বেপারীর পুত্রবধূ।
স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, দুপুরে খাবার খেয়ে সবাই বাসায় ছিলো। হঠাৎ বিকেলে তারা বাসার মধ্যে ধোঁয়া দেখতে পেয়ে ঐ বাসায় ছুটে যান। দরজা খোলাই ছিলো, দেখতে পান ইমার শরীরে আগুন জ্বলছে। পরে বাথরুমে রাখা পানি তার শরীরে ঢেলে আগুন নেভানো হয়েছে। তবে তার শরীরে কিভাবে আগুন লেগেছে কেউ বলতে পারেনি । ঐ বাসার অন্যান্যদের কাছ থেকেও সঠিক তথ্য পাওয়া যায়নি। এরপর তাকে হিজলা উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে।
হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মীর মাজহারুল ইসলাম(রনি) ইনিউজ৭১ কে জানান, রোগীর শরীরের ৭০ ভাগ অংশ পুড়ে গেছে। পোড়া অংশ গুলো গভীর না হলেও তার শরীরের পাতলা চামড়ার বেশ ক্ষতি হয়েছে। তিনি আরো জানান রোগী তাকে জানিয়েছে যে, রোগীর গলার মধ্যেও যন্ত্রণা হচ্ছে । পরে তাকে হিজলা হাসপাতালে না রেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।