ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় চব্বিশ ঘন্টায় নতুন তিন জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।গত ষোল ও সতেরো জুলাই ওই তিনজন পরীক্ষার জন্য নমুনা দেন।
আজ রবিবার তাঁদের ফলাফল পজেটিভ আসে।আক্রান্তদের মধ্যে বোরহানউদ্দিন পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের সত্তর বছর বয়সী একজন নারী আছেন।এছাড়া পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডের উনত্রিশ বছর বয়সী ছাত্রলীগের শীর্ষ নেতা আছেন।
অন্য আক্রান্ত ব্যক্তি হলেন আট নাম্বার ওয়ার্ডের সাত বছর বয়সী এক শিশু।সে বোরহানউদ্দিনে কর্মরত এক সরকারি কর্মকর্তার ছেলে।উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।