সাহেদ 'বিএসএমএমইউ' হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৮ই আগস্ট ২০২০ ১২:৩৫ অপরাহ্ন
সাহেদ 'বিএসএমএমইউ' হাসপাতালে

অসুস্থবোধ করায় রিমান্ডের বদলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম৷মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো রিমান্ডে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আনার পথে বুকে ব্যাথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়৷

এ বিষয়ে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মো. সাহেদকে আনা হয়েছে ৷ তিনি বর্তমানে কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ৷ তার ইসিজি রিপোর্ট ভালো৷ আরো কিছু পরীক্ষা করা হবে৷তিনি বলেন, এর আগে সোমবার দিবাগত রাতেও মো. সাহেদকে এখানে নিয়ে আসা হয়েছিল৷

সোমবার (১৭ আগস্ট) অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে৷সোমবার সকাল ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়।এর পর দুদকের উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে এ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷