গুইমারা উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জসিমউদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১লা মে ২০২২ ০৬:৫৭ অপরাহ্ন
গুইমারা উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (১মে ২০২২ইং)সকাল ১১টার দিকে গুইমারা মডেল হাইস্কুল অডিটোরিয়ামে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-  সভাপতি মো:আবু তাহের এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম  ত্রিপুরা 



প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।



এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী,    গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মারমা,  জেলা আওয়ামীলীগের সদস্য চাইথোয়াই মারমা, জেলা আওয়ামীলীগে  সদস্য তাপস এিপুরা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।


অনুষ্টানে গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিজ ঝর্না ত্রিপুরা, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন এিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা 

 গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন পাল,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব শীল,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মংসুইচিং মারমা সাচিং, উপজেলা সেচ্ছাসেবকলীগ,  সাধারন সম্পাদক সম্রাট শীল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম প্রমুখ।



জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সকল দলীয় কোন্দল অবসান করে কাজ করতে হবে। আওয়ামীলীগ একটি সু-শৃঙ্খল রাজনৈতিক দল এখানে তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে দলীয় প্রার্থী নির্বাচিত হয় আগামীতে যিনি গুইমারা উপজেলা পরিষদের প্রার্থী নির্বাচিত হবে সকল দলীয় নেতাকর্মী  ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য আহবান জানান। 


প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম  ত্রিপুরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি করে   সামনে আমাদের উপজেলা নির্বাচন কেন্দ্রীয় আওয়ামীলীগ যাকে প্রার্থীতা নির্বাচিত করবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান