বাগাতিপাড়ায় আওয়ামী লীগের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: শুক্রবার ২৬শে মে ২০২৩ ০৭:৪৩ অপরাহ্ন
বাগাতিপাড়ায় আওয়ামী লীগের উঠান বৈঠক

নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য প্রচার উপলক্ষে জনসাধারণের সাথে উঠান বৈঠক করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। 


বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকার ডুমরাই ঢাকাপাড়া ঈদগাহ্ মাঠ এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আলহাজ¦ আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ, রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। 


উঠান বৈঠকে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্যজনগনের মাঝে তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচেন শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।