প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫
কলাপাড়ায় জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবিএম মোশাররফ হোসেন।
সভায় তিনি বলেন, “২০০৪ সালের ২রা ডিসেম্বর বেগম খালেদা জিয়া কলাপাড়ায় এসে পর্যটন ইয়ুথ ইন ও দুটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। এধরণের উদ্যোগ বাংলাদেশের মধ্যে বিরল। বিএনপি ভোট দেওয়ার অধিকার দিয়েছে, অথচ আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছে। আমরা সবার অধিকার ফিরিয়ে দেব।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়া অনেক জুলুম সত্ত্বেও দেশ ছেড়ে যাননি। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা কোথায়?’ তিনি স্থানীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সালিশ বাণিজ্য, জমি দখল বা অন্যায় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’”
সংবর্ধনা সভায় কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহজাহান পারভেজ, সভাপতি আঃ জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা পৌর বিএনপির সভাপতি মোঃ ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী, এবং কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার।