প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১৬:২৫
কক্সবাজারের ইনানীতে গোপনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র চার শীর্ষ নেতা, এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একাধিক গোয়েন্দা সংস্থা ও ফ্লাইট সংশ্লিষ্ট সূত্র দাবি করছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যেই এ সফর।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপি নেতারা—তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী। বিমানবন্দরে কর্মরত একাধিক সূত্র তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।
তারা ইনানীর পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’তে (রয়েল টিউলিপ) গোপনে অবস্থান করছেন বলে হোটেল সূত্র জানায়। হোটেলের একজন কর্মকর্তা বলেন, কোনো আগাম ঘোষণা ছাড়াই তারা হোটেলে প্রবেশ করেন এবং নিরাপত্তা বিবেচনায় বুকিংয়ের তথ্য গোপন রাখা হয়।
এদিকে, পিটার হাসের উপস্থিতি নিয়ে হোটেলের কর্মকর্তারা সরাসরি মন্তব্য না করলেও কেউ কেউ জানিয়েছেন, হোটেলে তার মতো কাউকে দেখা গেছে। তবে তিনি আদৌ পিটার হাস কি না, তা নিশ্চিতভাবে বলা যায়নি।
বিমানবন্দর সূত্র আরও জানায়, সাড়ে ৩টার দিকে একটি ফ্লাইটে এনসিপির নেতারা কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে। যদিও বিভিন্ন সূত্র বলছে, এই সফরে তারা পিটার হাসের সঙ্গে নয়, বরং অন্য একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন।
সফরের বিষয়টি নিয়ে দলের নেতা নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেছেন, এটি শুধুই বিশ্রামের উদ্দেশ্যে আসা একান্ত ব্যক্তিগত সফর। তিনি বলেন, আমরা পদযাত্রার ক্লান্তি কাটাতে সমুদ্রপাড়ে এসেছি। হোটেলে বসতেই দেখি, নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে।
গোটা ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সন্দেহ। কেউ বলছেন এটি নিছক বিশ্রাম, আবার কেউ বলছেন এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন। সত্যতা যাই হোক, এনসিপির এই সফর কক্সবাজারের রাজনীতিমহলে রহস্যজনক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।