প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১৬:৩৪
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলকেও আমন্ত্রণ জানিয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করবে। দলটির অংশগ্রহণ নিশ্চিত করেছে সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।
জুলাই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং এর মাধ্যমে অর্জিত জাতীয় ঐক্য ও স্বচ্ছ প্রশাসনের গুরুত্ব নতুনভাবে সামনে আনা হবে। সমাবেশের মূল উদ্দেশ্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া।
অন্তর্বর্তী সরকার এ ধরনের সমাবেশের মাধ্যমে দেশের সকল রাজনৈতিক দল ও জনগোষ্ঠীর মধ্যে সংলাপ ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল অংশগ্রহণে এই সংলাপ প্রক্রিয়া আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই সমাবেশে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশিত। এতে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।
সমাবেশে অংশগ্রহণকারী প্রতিনিধিদল দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেছেন, আগামী দিনে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা হবে।
এ ধরনের রাজনৈতিক সংলাপ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে ও শান্তিপূর্ণ রাজনীতির পথ সুগম করে। এই উদ্যোগের মাধ্যমে একটি স্থায়ী ও ফলপ্রসূ জাতীয় সমঝোতা গড়ে তোলা সম্ভব হবে।