প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের উদ্যোগে বুধবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ধারাবাহিকভাবে ছাত্র শিবিরকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছে, যা যদি অব্যাহত থাকে তবে ভবিষ্যতে কোনো শিবিরকর্মী নিহত হলে তার দায় ছাত্রদলকেই বহন করতে হবে।
সিবগা বলেন, একটি দল পরিকল্পিতভাবে আসন্ন ডাকসু নির্বাচন বানচাল করতে চাইছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে শিবিরকে লক্ষ্য করে কটূক্তি করছে। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে তা উত্তেজনা সৃষ্টি করবে এবং সহিংসতার আশঙ্কা বাড়াবে।
বিক্ষোভ সমাবেশে সিবগা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও ডাকসু নির্বাচন বানচালের সঙ্গে জড়িত। তাদের ভূমিকা নিরপেক্ষ নয় বরং পক্ষপাতমূলক আচরণ করছে বলে দাবি করেন তিনি। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন এই নেতা।
এছাড়া তিনি জানান, শিবিরের প্যানেলের নারী প্রার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্যাগিং ও বুলিং করা হচ্ছে। এতে তারা মানসিকভাবে চাপে পড়ছে এবং নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।
সিবগা আরও অভিযোগ করেন, আদালতকে প্রভাবিত করার জন্য ছাত্রদল হাইকোর্টের সামনে কর্মসূচি দিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে তিনি আশ্বস্ত করেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য ছাত্র শিবির প্রস্তুত রয়েছে।
হুঁশিয়ারি দিয়ে সিবগা বলেন, শিবিরকে নিপাত করার চেষ্টা করা হলে ছাত্রলীগের মতো ছাত্রদলকেও দেশ ছাড়তে হবে। তিনি দাবি করেন, শিবির শান্তিপূর্ণভাবে কাজ করলেও প্রতিপক্ষ সংগঠনগুলো অযথা তাদের হয়রানি করছে।
বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক শিবির কর্মী অংশ নেন এবং সরকারবিরোধী নানা স্লোগান দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদল ও ছাত্রশিবিরের এই দ্বন্দ্ব ডাকসু নির্বাচনের আগে ছাত্ররাজনীতির মাঠ আরও উত্তপ্ত করে তুলতে পারে। এতে শিক্ষাঙ্গনের পরিবেশ অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।