ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্র রাজনীতি নয়: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৪:৩২ অপরাহ্ন
ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্র রাজনীতি নয়: গয়েশ্বর

ছাত্র রাজনীতি বন্ধ করা আত্মহত্যার শামিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ছাত্র রাজনীতি নয়, ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোট আয়োজিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছাত্র রাজনীতি বন্ধ করা আমাদের আত্মহত্যার শামিল। আজ দেশে কোনো ছাত্র রাজনীতি নেই বলেই ছাত্র রাজনীতি বন্ধের কথা আসছে। আজ যদি ছাত্র রাজনীতি থাকতো তবে তা বন্ধের কথা উঠতো না।’ তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি নয়, ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি হচ্ছে, সেটা বন্ধ করা উচিত।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ভিসিরা (উপাচার্য) আছেন, ছাত্ররা তাদের পদত্যাগ চায়। কিন্তু পদত্যাগ করলে যে আয় হয়, বরকত হয় সেটা তো আর পাওয়া যাবে না; সুতরাং বরকতের দিকে যাদের নজর বেশি, তাদের একটু লাজ-লজ্জা কম। তাই তারা দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের মধ্যেও এরকম একটা দালাল শ্রেণি আছে এটা মিথ্যা নয়। প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বের হবেন কেন? প্রধানমন্ত্রী প্যারোলে দেশ থেকে কীভাবে বের হবেন মানুষ সেই চিন্তা করছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব