প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫০
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ফের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করে এই জামিন আবেদন করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। মঙ্গলবার জামিন আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও খালেদা জিয়ার অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, জামিন আবেদনে বেগম জিয়া গুরুতর অসুস্থের বিষয়টি তুলে ধরা হয়েছে।