কালিগঞ্জে মদ, গাঁজা, ইয়াবা সহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
আব্দুল কাদের, উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ, সাতক্ষীরা
প্রকাশিত: সোমবার ২৫শে জানুয়ারী ২০২১ ০১:২৫ অপরাহ্ন
কালিগঞ্জে মদ, গাঁজা, ইয়াবা সহ গ্রেপ্তার ৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে মাদক বিরোধী পৃথক অভিযানে ৪ বোতল মদ, সাড়ে ১২’শ গ্রাম গাজা এবং ৭১ পিচ ইয়াবা সহ ৪ মাদক সেবী ও দুই জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।


রবিবার বিকাল থেকে রাতভর গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের ড্রাইভার মোহাম্মাদ আলীর পুত্র ইয়াবা ব্যবসায়ী আবু জাফর (২২), নলতা ইউনিয়নের সেহারা গ্রামের মৃতঃ শাহামত আলীর পুত্র গাঁজা ব্যবসায়ী রেজাউল ইসলাম(৩০),


শ্যামনগর থানার হরিননগর গ্রামের আব্দুল কাদেরের পুত্র মাদক সেবী রবিউল ইসলাম (৩০), শ্রীফলকাটী গ্রামের জাকির হোসেনের পুত্র আবুল হোসেন (২৭), মুন্সিগঞ্জ গ্রামের খালিদ শেখের পুত্র ফরিদ শেখ (২৭) এবং ছোট ভেটখালী গ্রামের শফিকুল গাজীর পুত্র নাজমুল গাজী (২৪),


উক্ত ঘটনায় উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান, জামাল উদ্দীন, তারেক রহমান বাদী হয়ে থানায় রবিবার রাতে মাদক আইনে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন উপস্থিত সাংবাদিকদের জানান তার নির্দেশে সহকারী উপ পরিদর্শক জিল্লুর রহমান,


তারেক, জামাল হোসেন, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের বিত্তিতে মাদক বেচা কেনার সময় কালিগঞ্জ ফুলতলা মৎস্য সেটের পাশে আল আমিনের চায়ের দোকানের সামনে হতে উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান রবিবার সন্ধ্যা ৬টার সময় ৭১ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আবু জাফর কে গ্রেপ্তার করে।


রবিবার বেলা আড়াই টার সময় সহকারী উপ পরিদর্শক জামাল উদ্দীন সেহারা গ্রামের রাস্তার ধারে জামসেদ আলীর চায়ের দোকানের সামনে হতে গাজা বিক্রি করার সময় সাড়ে ১২গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম কে আটক করে।


অন্য আরেকটি পৃথক ঘটনায় উপ সহকারী পরিদর্শক তারেক রহমান কালিগঞ্জ ফুলতলা চত্তরের মাসুমের চায়ের দোকানের সামনে সন্ধ্যা ৬টার সময় দেশী বাংলা মদ খেয়ে মাতলামী করার সময় ৪ বোতল মদ সহ রবিউল, আবুল,ফরিদ, নাজমুল কে গ্রেপ্তার করে।  তারা ঐ সময় উত্তর কালিগঞ্জ ইয়াছিনের মদের দোকান থেকে মত কিনে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের জেল হাজাতে প্রেরণ করেছে পুলিশ।