সড়ক দুর্ঘটনায় বরিশালে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১০ই আগস্ট ২০২১ ০২:০২ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় বরিশালে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল নগরের বান্দরোডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে হাসপাতালের সামনে বান্দরোডে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরের ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. উজ্জল মাতুব্বর (৩৫)।


তাদের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নিশ্চিত করেছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।তিনি জানান, সোমবার রাত ১টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে হাসপাতালের সামনে বান্দরোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই দুই যুবক।  


তাৎক্ষণিক তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। তবে  অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাচ্ছেন নিহতদের স্বজনরা।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।