গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ৬ জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১২ই অক্টোবর ২০২১ ১১:১৭ পূর্বাহ্ন
গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ৬ জেলের কারাদন্ড

ডিমওয়ালা ইলিশ ধরব না দেশের ক্ষতি করব না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (৪ অক্টোবর হতে ২২ অক্টোবর) পর্যন্ত ইলিশ আহরন হতে বিরত থাকার জন্য মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট চালিয়ে কিছু মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।


এ সময় জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জনান, মা ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৬ জন জেলে ও ১০ হাজার মিটার মাছ ধরার জাল ও ৪ কেজি জাটকা ইলিশ আটক করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট।


মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় ৬ জেলেকে ১৬ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ১০ হাজার মিটার জাল পদ্মা নদীতে আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয় ও ৪ কেজি জাটকা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।