কুড়িগ্রামের তিন ইউপিতে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার ১৪ই জানুয়ারী ২০২২ ০৫:০৪ অপরাহ্ন
কুড়িগ্রামের তিন ইউপিতে প্রতীক বরাদ্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি, শিলখুড়ী ও ভূরুঙ্গামারী ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন শুক্রবার ১৫৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।


উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানগেছে, পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মহিউদ্দিন আহম্মেদ পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির আব্দুস সবুর পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুন অর রশিদ পেয়েছেন হাত পাখা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রোকনুজ্জামান পেয়েছেন মোটরসাইকেল, মানসুর রহমান পেয়েছেন আনারস এবং শাহাদত হোসেন পেয়েছেন ঘোড়া প্রতীক।


শিলখুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আসাদুজ্জামান পেয়েছেন নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল হক পেয়েছেন হাত পাখা এবং স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন আনারস প্রতীক পেয়েছেন।


ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির একেএম মাহমুদুর রহমান রোজেন পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলহাস উদ্দিন পেয়েছেন হাত পাখা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই পেয়েছেন মোটরসাইকেল, আবুল কালাম আজাদ পেয়েছেন ঘোড়া ও ইফতেখারুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন।


ভূরুঙ্গামারী উপজেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তিন ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৪২ জন এবং সাধারণ সদস্য পদে ১০১ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।