টাঙ্গাইলের ভূঞাপুরে সারের মূল্য তালিকা না থাকা, সারের স্টক রেজিস্টার ও বিপণন রশিদের গড়মিল থাকা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভূঞাপুর বাজারের পৌরসভা রোডের মেসার্স সাব্বির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। এ সময় উপজেলা কৃষি সম্পসারণ অফিসার আশরাফুন্নেছা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান জানান, উপজেলার ভূঞাপুর বাজারের পৌরসভা রোডের মেসার্স সাব্বির এন্টারপ্রাইজকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১ ও ২) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।