রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকেই আকাশে হালকা মেঘ দেখা যায়। বিকেল সাড়ে ৪টার পর হঠাৎ নামে বৃষ্টি।
সরেজমিন দেখা যায়, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর, হাতিরপুল, মগবাজার, মালিবাগসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসফেরতরা।
মহাখালীতে বাসের জন্য অপেক্ষায় থাকা আবদুর রহিম নামে এক যাত্রী বলেন, ‘আমার বাসা কমলাপুরে। বাসের জন্য দাঁড়িয়ে আছি; বাস এলেও উঠতে পারছি না। ভেতরে অনেক যাত্রী।’
এদিকে অন্যদিনের মতো খুলেছিল সব কটি স্টল, প্যাভিলিয়ন। মেলায় দর্শনার্থীরাও এসেছিলেন। দর্শনার্থী ও পাঠকের পদচারণায় জমে উঠেছিল বইমেলা। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন মেলায় আসা পাঠক-দর্শনার্থী ও বিক্রেতারা।
এ সময় মেলায় আসা দর্শনার্থী-পাঠক ও স্টলের কর্মীদের মাইকে সচেতন করতে থাকে মেলা কর্তৃপক্ষ। বৃষ্টি নামার পর কোনো কোনো স্টলে সাজানো বই একেবারে নামিয়ে ফেলা হয়, আবার কোনো স্টলে শুধু পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। তবে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে সব স্টলেই বই গুটিয়ে ফেলতে দেখা যায়।
এদিকে বৃষ্টিতে এখন পর্যন্ত বই ভেজার খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।