কালকিনিতে নানা কর্মসুচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: সোমবার ২১শে ফেব্রুয়ারি ২০২২ ০৫:২৭ অপরাহ্ন
কালকিনিতে নানা কর্মসুচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন, আ.লীগ ও ছাত্রলীগসহ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যােগে নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। 


রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, সোমবার সকালে প্রভাত ফেরী, দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন ও স্থানীয় অডিটরিয়াম হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 


সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চঙ্গ্যা। 


এ সময় উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগম,  উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, পৌরসভার মেয়র এসএম হানিফ, উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, আ.লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, উপজেলা আ.লীগ নেতা ভজন দত্ত, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি শাহাদাত সরদার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, 


উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সাধারন সম্পাদক শাহিন ফকির, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরদার লিখন,পৌরসভা তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ।