মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুবর্ৃত্তরা। কালকিনি উপজেলার পূর্ব এনায়েনতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকায় এ ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটনা হয়েছে উল্লেখ করে দোষীদের বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। ধারালো অস্ত্র দিয়ে জহিরুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্বজনরা জানায়, মাদারীপুরের কালকিনির মহরুদ্দির চর এলাকার কাতার প্রবাসী বারেক সরদারের ছেলে জহিরুল ইসলাম প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পাশের ঘরে ঘুমিয়ে পড়েন মা ও তার ছোটবোন। বৃহস্পতিবার সকালে জহিরুলের ঘরের দরজা খোলা দেখতে পান পরিবারের লোকজন। পরে ঘরের ভেতর চৌকিতে রক্তাক্ত অবস্থায় এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়ে দুবর্ৃত্তরা পালিয়ে গেছে উল্লেখ করে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে এই ঘটনায় জড়িতের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।প্রসঙ্গত, নিহত জহিরুল সমিতিরহাট আবা খালেক (একে) মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো। তার বাবা বারেক সরদার কাতার প্রবাসী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।