২৭ ঘন্টায়ও সন্ধান মেলেনি কীর্তনখোলায় নিখোঁজ যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ৩০শে জুলাই ২০২১ ০৫:০৭ অপরাহ্ন
২৭ ঘন্টায়ও সন্ধান মেলেনি কীর্তনখোলায় নিখোঁজ যুবকের

খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে পল্টুনের মাথায় থেকে বরিশাল বেলতলা খেয়াঘাটের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ রয়েছে চরমোনাইন ইউনিয়ন  বিশ্বাসের হাট চায়ের দোকানদার শাহিন খলিফা (৩৫)। 



বৃহস্পতিবার বেলা ২টার সময় এ ঘটনা ঘটে। 



শাহিন বরিশাল সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসের হাট গ্রামের মৃত হাসমোত আলী খলিফার ছেলে। সে চরমোনাই বিশ্বাসের হাটের চায়ের  দোকানদার। 




প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বরিশালে দোকানের মালামাল কিনতে যায় শাহিন। 




স্থানীয়রা জানান, বেলতলা ফেরির পল্টুনের মাথায় খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে বসে থাকেন তিনি। বসা অবস্থায় হঠাৎ করে পল্টুন থেকে পড়ে যান তিনি। 




এরপর কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড,ও ফায়ার সার্ভিসের লোকজন কীর্তনখোলা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। 




এ রিপোর্ট লেখা পর্যন্ত  শাহিনকে পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরীরা এখনও তল্লাশী চালিয়ে যাচ্ছে কির্তনখোলা নদীতে।