মাদারীপুরে মটরসাইকেল দুর্ঘটনায় বিদেশীগামী তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১লা মার্চ ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ন
মাদারীপুরে মটরসাইকেল দুর্ঘটনায় বিদেশীগামী তরুণ নিহত

মাদারীপুরে মটরসাইকেল দুর্ঘটনায় বিদেশগামী রাকিব বেপারী (২২) নামে এক তরুণ নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসময় মটরসাইকেলে থাকা আরেক তরুণ আহত হয়েছেন। 


নিহত রাকিব বেপারী সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। সে আগামী পরশু ইটালী যাওয়ার জন্য বিমানের টিকিট কিনেছিলেন বলে জানায় তার পরিবার। গুরুতর আহত হলেন একই বাড়ির শাহা বেপাীর ছেলে রবিন বেপারী (২১)। দুর্ঘটনায় নিহত রাকিব আহত রবিনের সম্পর্কে চাচা হন।


রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামের মকবুল হোসেন প্রাইমেরী স্কুলের কাছে খোকন মাদবরের বাড়ির পাশের একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল নিয়ে পাশের খালে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক রাকিব বেপারী নিহত হন। এসময় গুরুতর আহত হন রবিন বেপারী। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।