নওগাঁর ধামইরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা গেটের সামনে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পার্শে জনগণকে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান,ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবদের মধ্যে আবু বক্কর সিদ্দিক,উত্তম কুমার বিমান, রুহুল আমিন, ছাবদুল ইসলাম, মিলন কুমার, আরাফাত হোসেন, বদিউল আলম। এখন থেকে এই কর্মসূচী বাস্তবায়ন করতে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি সার্বিক সহযোগিতা প্রদান করবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।