টেকনাফে ভস্মীভূত ৮ বাড়ি

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ৬ই মার্চ ২০২২ ০৩:০৭ অপরাহ্ন
টেকনাফে ভস্মীভূত ৮ বাড়ি

টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালীতে আগুন লেগে আটটি বাড়ি পুড়ে ছাঁই হয়েগেছে। ৫ মার্চ (শনিবার) দিনগত রাত আনুমানিক সাড়ে ৮ টারদিকে উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের  খারাংখালী পূর্ব মহেশখালী পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানাই গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়। 


এতে প্রায় ১৫-২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন।স্থানীয় হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে অবহিত করেছেন বলেও জানিয়েছেন তিনি।


এদিকে রবিবার সকালে উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র ও আওয়ামীলীগ নেতা মাহাবুব মোর্শেদ এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা, শীতবস্ত্র ও খাদ্য দ্রব্যাদী বিতরণ করেন।