রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাদেক মিয়া দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৬ই মার্চ ২০২২ ১১:২৮ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাদেক মিয়া দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো.সাদেক মিয়া বার্ধক্য জনিত অসুস্থতায় সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে----- রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর এবং স্ত্রী ও  ছেলে- মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১৫ মার্চ মঙ্গলবার  দুপুরে মরহুমের আলহাজ্ব নুরুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিনে'র নেতৃত্বে সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেনসহ একদল চৌকস পুলিশ বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করেন।


পরে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়।এসময় সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডারগণসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও আত্মীয়-স্বজন পাড়াপ্রতিবেশি- শুভাকাঙ্খিগণ উপস্থিত ছিলেন।