সন্ধ্যায় মিরপুর মাতাবেন এ আর রহমান

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে মার্চ ২০২২ ০৬:৩৬ অপরাহ্ন
সন্ধ্যায় মিরপুর মাতাবেন এ আর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে।


মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হবে, বন্ধ হবে সাড়ে ৫টায়।


শুরুতেই রয়েছে জাতীয় সংগীত। ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া হবে। সাড়ে ৪টায় পারফর্ম করবেন মাইলসের হামিন আহমেদ। এরপর ৫টা ১৫ মিনিটে পারফর্ম করবেন মমতাজ; যা চলবে ঘণ্টাব্যাপী।


সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে মাগরিবের নামাজের বিরতি থাকছে। এরপর সন্ধ্যা ৭টায় শেরে বাংলা স্টেডিয়ামে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭টা ১০ মিনিটে আবারও গাওয়া হবে জাতীয় সংগীত।


৭টা ১৫ মিনিট থেকে পারফর্ম করবেন ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান। সে সময় শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে (এ আর রহমান) বাংলা ও হিন্দিতে নতুন দুটি গান গাইবেন বলে জানিয়েছেন। এর মাঝে সাড়ে ৭টায় রয়েছে এশার নামাজের বিরতি। এরপর আবারও গান শুরু করবেন এ আর রহমান, যা চলবে রাত ১২টা পর্যন্ত।


প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বিশেষ এই কনসার্টে পারফর্ম করতে ইতোমধ্যে ২৪০ জনের বহর নিয়ে ঢাকা এসেছেন তিনি। আরটিভি নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক এএইচ মল্লিক।