বাজারে দ্রব্যমূল্য কমে গেছে। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে বিএনপিতে অস্বস্তি বেড়ে গেছে। তারা সে জন্য বাম-ভাইদেরকে দিয়ে হরতাল ডাকালেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বামদের দিয়ে হরতাল ডেকে জাফরুল্লাহ সাহেব সপরিবারে লন্ডন চলে গেলেন। বামদের হরতালে ঢাকা শহরে প্রচণ্ড ট্রাফিক জ্যামে পড়ে। তারা কেন হরতাল করে জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি করলেন, সেটিই আমার প্রশ্ন। স্বল্পমূল্যে পণ্য বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবির মাধ্যমে এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছেন। এক কোটি ফ্যামিলি কার্ড মানে পাঁচ কোটি মানুষ।
তিনি আরও বলেন, করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়, তখন বিএনপি সারাদেশে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তারা একদিকে মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের উৎসাহ দিয়েছে পণ্য মজুতে, অন্যদিকে জনগণকে বিভ্রান্ত করতে কর্মসূচি দিয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদার সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি ও রাঙ্গুনিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন। আর সভা সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।