মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (৬ এপ্রিল) সকালে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াওগাঁ এলাকায় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন, আলমগীর হোসেন (১৮) ও রিয়াম (১৭)।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে এ সংবাদ পেয়ে আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।তিনি আরও বলেন, মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।