বিশ্ব মা দিবস উপলক্ষ্যে কাউখালীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই মে ২০২২ ০৮:৩৩ অপরাহ্ন
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে কাউখালীতে আলোচনা সভা

‘‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। 


অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজীম শরীফ, সমাজ সেবক আঃ লতিফ খসরু, সাংবাদিক মাছুম বিল্লাহ প্রমূখ।  উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রীসহ প্রায় ২০০ মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।