হিজলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শুক্রবার ১৩ই মে ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ন
হিজলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের হিজলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (বালক অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ( বালিকা অনূর্ধ্ব-১৭ ) টুর্নামেন্ট ২০২২ এর উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


 উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ। 


উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১২ মে বৃহস্পতিবার বিকেলে সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনালে বড়জালিয়া ইউনিয়ন একাদশ ও মেমানিয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। খেলায় মেমানিয়া একাদশ জয় লাভ করেছে । 


পরবর্তীতে এই দল জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিবে। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।