বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আগের চেয়ে সুশৃঙ্খল : প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জুন ২০২২ ১১:১২ পূর্বাহ্ন
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আগের চেয়ে সুশৃঙ্খল : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, সরকার সব সময় বন্যার্তদের পাশে রয়েছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে ক্ষতিগ্রস্ত এলাকার জনগোষ্ঠীর অবস্থান নিশ্চিতে বিলম্ব ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে কিছুটা বিঘ্ন হলেও এখন সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ হচ্ছে।


বৃহস্পতিবার (২৩ জুন) সিলেটে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা বিরতির নিয়ে আরটিভির সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।


সিলেটের বন্যা পরিস্থিতি ও বন্যার্তদের ত্রাণ সহায়তা নিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।এ সময় মন্ত্রী বলেন, বন্যাকবলিত মানুষকে উদ্ধারের জন্য সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবি ও কোস্টগার্ডসহ অন্যান্যরা কাজ করছে। এ ছাড়াও সরকারি-বেসরকারি বহু সংস্থা কাজ করছে।বানভাসিদের সহায়তায় বরাবরের মতো আরটিভির ত্রাণ বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী।


আলোচনা শেষে বানভাসিদের ত্রাণ বিতরণের জন্য সুনামগঞ্জের উদ্দেশে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ত্রাণ টিম রওনা হয়। এ সময় সেখানে বার্তা বিভাগের উপপ্রধান মামুনুর রহমান খান, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ, অনুষ্ঠান বিভাগের সিনিয়র প্রযোজক শাহরিয়ার ইসলামসহ আরটিভির বার্তা বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।