হিলিতে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জুন ২০২২ ০৬:২২ অপরাহ্ন
হিলিতে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। 


বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয় এর পরে কেককাটা হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা, জাতীয় চার নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিকেলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্হানীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক উপস্থিত থাকার কথা রয়েছে। 


অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, আলিহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।