গোয়ালন্দ পুলিশের অভিযানে ইয়াবা ও মানব পাচারের আসামীসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২০শে জুলাই ২০২২ ০৬:৪৫ অপরাহ্ন
গোয়ালন্দ পুলিশের অভিযানে ইয়াবা ও মানব পাচারের আসামীসহ গ্রেফতার ২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মানব পাচার এজাহার ভুক্ত পলাতক ১ আসামীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।


মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর ভিতর জনৈকা লাল ভানুর বাড়ীর সামনে থেকে মাদক কারবারী উত্তর দৌলতদিয়া সামসু মাষ্টারের পাড়া এলাকার মৃত মজিদ শেখ এর ছেলে মোঃ মফিজ শেখ (৫৮) কে ২৫ পিচ ইয়াবা ও ২০১২ সালের মানব পাচার দমন ও প্রতিরোধ আইনের ধারা ৬(২)/৮(১)/১০(১)/১১ এর এজাহারনামীয় আসামী দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার মৃত চান্দু শেখ এর ছেলে মোঃ জসিম শেখ (৩২) কে গ্রেফতার করে এবং মামলার ভিকটিমকে উদ্ধার করেন।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স  অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের বুধবারে আদালতে প্রেরন করা হয়েছে।