আত্রাইয়ে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: সোমবার ২৫শে জুলাই ২০২২ ১২:০৪ অপরাহ্ন
আত্রাইয়ে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধে অভিযান

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পূর্ব ঘোষণা অনুযয়িী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।


রোববার ২৪ জুলাই রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকার বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।


উপজেলার সাহেবগঞ্জ অভিযানে মোবাইল কোর্টে পরিচালনা করে মুদি ও সোনার দোকান দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শ্রম আইনে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারী নির্দেশনা অনুযায়ী রবিবার রাত্রি আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে বেরহই। এতে বিদ্যুৎ জালিয়ে রেখে দোকান খুলে রাখার দায়ে দু’টি দোকানে মোবাইল কোর্ট বসিয়ে শ্রম আইনে দুই হাজার টাকা করে অর্থদন্ড করা হয়েছে।