লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবিদা আক্তার ওই এলাকার একরামুল হকের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলা করছিলো আবিদা আক্তার আক্তার। এসময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসে। হাতীবান্ধা হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সহিদুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।