টুংটাং টুংটাং শব্দে মুখরিত পিরোজপুর জেলার প্রতিটি কামারপট্রি। ঈদ-উল আযহার পশু জবাই করার প্রধান উপকরন তৈরী করতে দিন রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন কামারশিল্পীরা। দরজায় কড়া নাড়ছে ঈদ-উল আযহা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। সময় যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে চলছে কামারশিল্পীদের ব্যস্ততা।
জেলার প্রায় দুইশতাধীকের বেশী পরিবার বংশ পরম্পরায় এ পেশায় জড়িত। লোহাকে আগুনে নরম করে পিটিয়ে তৈরী করেন চাহিদা মত ধারালো অস্ত্র। দিন রাত কাজে ব্যস্ত শিল্পিরা জানান, কোরবানির ঈদকে সামনে তাদের ব্যস্ততা বেড়ে গেছে কয়েকগুনে। আবার ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে শিল্পিরা মজুরী নিচ্ছেন কিছুটা বাড়িয়ে।
পিরেজপুরে দা,বটি.ছুরি,চাপাতি,কুঠার এর আলাদা সুখ্যাতি রয়েছে গোটা দেশে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র যায়। দা,বটি.ছুরি ,চাপাতি, কুঠার এর সাথে লুফে নিচ্ছেন অরেক উপকরন হার ছাড়ানোর কাঠের গোলাই বা খাইটা। অনেক কারিগর আবার পুরানো দা,বটি,কুঠার,ছুরি ও চাপাতিতে শান দিতে ব্যবহার করছেন অধুনিক প্রযুক্তি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।