আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে ট্রলি চাপা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বুধহাটা টু ব্যাংদহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বুধহাটা পশ্চিম পাড়ায় মুদি ব্যবসায়ী জিয়ারুলের আড়াই বছর বয়সী কন্যা আফরা ঘটনার সময় দোকান থেকে খাবার নিয়ে মায়ের সাথে বাড়িতে যাচ্ছিল।
অসর্তকর্তাবশত দ্রুত গতির বালি ভর্তি ট্রলি বাচ্চাটিকে চাপা দিলে তার মাজা ও নিচের অংশে গুরুতর জখম হয়। তাকে সাথে সাথে এ্যাম্বুলেন্স যোগে প্রথমে সাতক্ষীরা হাসপাতালে ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন বাদ এশা বুধহাটা পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইমামতি করেন মাওঃ আঃ ওহাব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।