মাদারীপুরের কালকিনি পৌরসভার দক্ষিণ জনারদন্দি গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোবাহান আকন (৬৫)এর বিরুদ্ধে পাকা ঘর তোলার অভিযোগ পাওয়াগেছে।
সরজমিনে গিয়ে জানাযায়, কালাম আকন( ৬০)ও সোবাহান আকন(৬৫) এদের সাথে কালকিনি থানার ৬৭ নং জনারদন্দি মৌজার বি আর এস ৪৬ নং খতিয়ান ১০৫৮ নং দাগের ৭০ শতাংশ ভুমি এবং ১০৬৩ নং দাগের ১৮ শতাংশ মোট ৮৮ শতাংশ জমি নিয়ে বেশ কিছুদিন যাবত বিরোধ চলিতেছে, এ ব্যাপারে কালাম আকন(৬০) বাদি হয়ে সোবাহান আকন (৬৫)সহ দুই,তিন জন কে বিবাদী করে মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করেন।
আদালতের আদেশ নামায় দেখা যায় কালকিনি থানা পুলিশ কে, উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে এবং১০-১১-২২ তারিখে আদালতে কারন দর্শানের জন্য দ্বিতীয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কালকিনি থানা পুলিশ ঘঠনা এস্থানে এসে মামলা কৃত জমিতে ঘর তুলতে নিষেধ করেন।
এ ব্যাপারে কালাম আকন বলেন, আমাদের লাঠি,সোঁটা দিয়ে ভয়ভিতী দেখিয়ে আমার জাগায় পাকা ঘর তুলতেছেন সোবাহান আকন।পুলিশ এসে ঘর তুলতে নিষেধ করে গেছে বহুবার কিন্তুু পুলিশ চলে গেলে তারা আবার ঘর তোলায় ব্যস্ত হয়ে পরে।আমি এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে সোবাহান আকন কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার জমিতে আমি পাকা ঘর তুলি। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তোলা ভুল হয়ে গেছে।পুলিশ আসছিলো আমাকে ঘর তুলতে নিষেধ করে গেছে তাই আমি কাজ বন্ধ করে দিছি।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ বলেন,তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।