হিজলায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ২৫শে জুলাই ২০২২ ০২:১৩ অপরাহ্ন
হিজলায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব- নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ জুলাই সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।


অনুষ্ঠানে আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিলন, ইউপি সদস্য আলাউদ্দিন তপাদার, হিজলা প্রেসক্লাব সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। আলোচনাসভার পরে সকল সদস্যগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


এরপর উপজেলা নির্বাহী অফিসার সকল সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান । এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন।