হিলিতে ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন
হিলিতে ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

দিনাজপুরের হিলিতে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ জাহানারা বেগম (৫৫) নামে এক জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর থানার উত্তর বাসুদেবপুর (মুন্সি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে আসামির নিজ শয়ন কক্ষে লুকিয়ে রাখা ১৩ (তের) বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া। 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, থানার উত্তর বাসুদেবপুর (মুন্সিপাড়া) এলাকায় নারী মাদক ব্যবসয়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল বেচকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে অদ্য দুপুরে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে জনৈক স্বাধীন হোসেন এর বাড়ির ভারাটিয়া আসামি জাহানারা বেগম এর নিজ শয়ন কক্ষে লুকিয়ে রাখা ১৩ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।