সরাইলে মিনা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৪শে সেপ্টেম্বর ২০২২ ০৭:০৫ অপরাহ্ন
সরাইলে মিনা দিবস পালিত

“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় মিনা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালী বাহির করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এরপর উপজেলা শিক্ষা অফিসের হল রোমে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া মাধ্যমে কার্টুন প্রদর্শন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ এর সভাপতিত্বে ও উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্ত মো. মোস্তফা কামালের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। 


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মো. আলম মাস্টার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,শাহিন ঠাকুর, শিক্ষক রফিকপ্রমুখ।