গোয়ালন্দে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৭ অপরাহ্ন
গোয়ালন্দে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার (ওসি) স্বপর কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ এখানে যে যার ধর্ম পালন করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তবে কিছু সংখ্যক লোক ইচ্ছে করেই এ সামাজিক সম্প্রীতি বিনষ্ট  করতে চায়। এ বিষয়টি সবার নজরে রাখতে হবে। আগের দিনের মতো সমাজে আর একে অপরের প্রতি সম্প্রীতি নেই। হিন্দু- মুসলিম, ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবার এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজ অসহায়দের পাশে দাঁড়াতে হবে। 


শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সরকারী উদ্যোগে সারা দেশে সামাজিক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে এই সামাজিক সম্প্রীতি সমাবেশের নির্দেশনা রয়েছে। সেই সাথে দুর্গা পূজা মন্ডগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে।