ত্রি-দেশীয় সিরিজে পঞ্চম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০৯ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।বুধবার ক্রাইস্টচার্চে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে কিউইরা।
টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি পায় নিউজিল্যান্ড। ৩ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৩২ রান করে শরিফুল ইসলাম বলে ফিন অ্যালেন ফিরলে এই জুটি ভাঙে। এরপর মার্টিন গাপটিলের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। তাদের এই জুটি ভাঙে এবাদত হোসেনের বলে ২৭ বলে ৩৪ রান করে গাপ্টিল আউট হলে। কিছুক্ষণ পর ৫ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৬৪ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন কনওয়ে।
কিউইদের হয়ে ইনিংসের শেষ টানেন গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। ১৯ বলেই ফিফটি পূরণ করেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত তিনি ইনিংসের দুই বল বাকি থাকতে বোল্ড হন এবাদতের বলে। তার আগে ২৪ বলে ২ চার আর ৫ ছক্কায় ৬০ রানের তাণ্ডবে যা করার তা করে দিয়েই গেছেন।সাইফউদ্দিন ৪ ওভারে ৩৭ আর এবাদত ৪০ রানে নেন দুটি করে উইকেট।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।