রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে গোয়ালন্দ উপজেলার সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ফারুক ইকবাল চৌধুরী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২২ ভোট ও আবুল কালাম আজাদ উটপাখি প্রতীকে পেয়েছেন ১৯ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে ইভিএমের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে ৬৮ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল মাহবুব এ ফলাফল ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।
এই নির্বাচনে ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ নির্বাচনে ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ইসি কেন্দ্রীয়ভাবে সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করছে।
এর আগে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মরহুম মো. নুরুজ্জামান মিয়া ইন্তেকালের পর মো. ইউনুস মোল্লা জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হয় এবং এবার ২০২২ সালে জেলা পরিষদ নির্বাচনে মো. ইউনুস মোল্লা পুনরায় আবরো ২ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।