বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফের অগ্রহায়ন মাসের বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার বাদ জুমা শুরু হয়েছে। আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এ মাহফিল শুরু হয়। ইতোমধ্যে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি এ মাহফিলে অংশ নিয়েছেন। দুদিন আগে থেকেই সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলি¬দের আগমন শুরু হয়েছে মাহফিল স্থলে। শুক্রবার বাদ জুমা আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হলেও বৃহস্পতিবারই দুটি ময়দান পূর্ণ হয়ে গেছে।
মাহফিলে শান্তিÑশৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে সহ¯্রাধিক স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করছেন। আগত মুসল্লিদের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসক টীমের মাধ্যমে ‘মাহফিল হাসপাতাল’ এর কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক ৩টি এ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।
চরমোনাই দরবারে এবারের মাহফিলে মূল ৭টি বয়ান করবেন যথাক্রমে আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর সাহেব চরমোনাই এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। এছাড়াও মাহফিলের ৩ দিন ধারাবাহিকভাবে দেশ ও বিদেশের বরেণ্য ওলামায়ে কেরামগনও মূল্যবান নসিহত পেশ করবেন। আগামী সোমবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিল শেষ হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।