১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৭ই ডিসেম্বর ২০২২ ০৪:৫৩ অপরাহ্ন
১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগ ১৬ ডিসেম্বর ও মহান বিজয়দিবস- ২০২২ উদযাপন পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার(৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। 


এ সময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, মো.শফিকুল ইসলাম কানু, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো, ইসমত আলী, উপজেলা সাবেক  ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া,

উপজেলা সদর আওয়ামী লীগের আহবায়ক মো. কায়কোবাদ, যুগ্ম আহবায়ক মো. বিলাল, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, সরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মাহফুজ আলী, উপজেলা ক্রীড়া  সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল থানা এস আই জয়নাল আবেদিন,আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান. সুকের  পরিচালক মো. মুমিন প্রমুখ। 


সভায় ১৬ ডিসেম্বর ও মহান বিজয় দিবস পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা গণ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।