একতারা নিয়ে নির্বাচনী প্রচারণায় নামবেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৮ই জানুয়ারী ২০২৩ ০৬:৩১ অপরাহ্ন
একতারা নিয়ে নির্বাচনী প্রচারণায় নামবেন হিরো আলম

সিংহ প্রতীক না পেয়ে একতারা প্রতীক বেছে নিলেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসনে নির্বাচনী প্রতীক হিসেবে একতারা পেয়েছেন তিনি।


বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাকে একতারা প্রতীক বরাদ্দ দেন।


প্রতীক বরাদ্দ পেয়ে হিরো আলম বলেন, আমি সিংহ প্রতীকে ভোট করতে চেয়েছিলাম। কিন্তু সিংহ প্রতীক অন্য একটি নিবন্ধিত দলের জন্য নির্ধারিত। তাই একতারা প্রতীক বেছে নিয়েছি।


প্রচার নিয়ে হিরো আলম বলেন, বৃহস্পতিবার থেকে একতারা প্রতীক নিয়ে দুই আসনেই প্রচারণায় নেমে পড়বো। দুই আসনকেই গুরুত্ব দিচ্ছি। এবারের প্রচারণায় বড় ধরনের চমক থাকবে।


উল্লেখ্য, বগুড়ার দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গড়মিল থাকার অভিযোগে তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা, পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন হিরো আলম। পরে হাইকোর্টের রায়ে তিনি দুই আসনেই তার প্রার্থিতা ফিরে পান।