কলাপাড়ায় জমি দখলের প্রতিবাদে রাখাইনদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৯শে নভেম্বর ২০২২ ০৪:৪১ অপরাহ্ন
কলাপাড়ায় জমি দখলের প্রতিবাদে রাখাইনদের মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের জমি দখল ও বসতবাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে রাখাইনরা। শনিবার বেলা ১১টায় বাংলাদেশ আদিবাসি ইউনিয়ন নাগরিক উদ্যোগ পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূীচ পালিত হয়। 


এসময় বক্তব্য রাখেন কলাপাড়া নাগরিক উদ্যোগের সভাপতি কমরেড নাসির তালুকদার, সদস্য আফজাল, ম্যায়া রাখাইনসহ ভূক্তভোগী রাখাইন পরিবারের সদস্যরা। 


মানবন্ধনে বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী রাখাইন পাড়ার রাখাইনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, জমি জবর দখল, বসতবাড়ি ভাংচুর ও আদিবাসী এই গোষ্ঠির সুরক্ষার দাবী জানানো হয়।