হিলিতে আ'লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ৮ই এপ্রিল ২০২৩ ০২:৩৯ অপরাহ্ন
হিলিতে আ'লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী জামাত বিএনপি'র নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ এপ্রিল) সকাল এগারোটায় বাংলাহিলি বাজারস্হ আওয়ামীলীগের দলীয় কার্যালয় এর সামনে উপজেলা আ'লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বোয়ালদাড় ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম। 


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আলিহাট ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, উপজেলা কৃষকলীগের সাধারণ মহাসিন আলী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ প্রমুখ।