ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজা সহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ১১ই মার্চ ২০২৩ ০৭:১১ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজা সহ একজন আটক

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ছয় কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক কারবারির নাম ছলিম উদ্দিন। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারীর গুচ্ছগ্রামের মোহাম্মদ খাদেম উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল মাদক কারবারি ছলিম উদ্দিনের (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরের ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশ ছলিম উদ্দিনকে গ্রেফতার করে। তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা একই গ্রামের আরেক মাদক কারবারি আবু বক্কর সিদ্দিক (৪২) পালিয়ে যায়।


ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ছলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। আবু বক্করের বিরুদ্ধে আদালতে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।